মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে পুলিশের হাতে চাঁদাবাজ গ্রেফতার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৫:৫৫ পিএম

রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় রোববার দুপুরে চাঁদাবাজির সময় পটু বাবু (৩৫) নামে এক প্রতারককে লোকজন ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
এই ব্যক্তির বাড়ি রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায়। বাবার নাম নবাবজান শেখ। তিনি একজন প্রতারক বলে পুলিশ জানিয়েছে। আটকের সময় বাবুর কাছ থেকে একটি অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।
তিনি জানান, পটু বাবু কখনও সাংবাদিক আবার কখনও ডিবি পুলিশ পরিচয় দিয়ে থাকে। এসব ভুয়া পরিচয় দিয়ে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বেড়ায়। তার বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। এছাড়া চাঁদাবাজি এবং প্রতারণারও মামলা আছে।
ওসি জানান, রাজশাহীর গোদাগাড়ী থেকে আসা উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে চাঁদাদাবি করে। তার কাছ থেকে জোর করে ৩০০ টাকা কেড়ে নিয়েছিল পটু বাবু। এ সময় লোকজন তাকে ধরে পুলিশে তুলে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন