মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে চাঁদাবাজ চক্রের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ৮:০৫ এএম

এডিট করা অশ্লীল ছবির ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে পাকড়াও করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক লাখ ২২ হাজার টাকা। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানা পুলিশ চক্রটিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। তারা হলেন মো. শামসুল হক রানা (২৭), মাহবুব আলম রনি (২৮), মো. মোশারফ হোসেন টুটুল (২৮), মো. আফসার (২৯), মো. সুমন হোসেন ওরফে সাদ্দাম (৩০), মো. রাজু (২৯)। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, থানা পুলিশের একটি দল পাহাড়তলী এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে। জানা যায়, গত ১৫ মার্চ অভিযুক্ত আসামি মো. শামছুল হক রানা নিজের পরিচয় দিয়ে গোলাম মোহাম্মদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশ ও ব্যবসায়িক ক্ষতি করার হুমকি দেওয়া হয়। গোলাম মোহাম্মদ টাকা দিতে অস্বীকার করলে আসামিরা গোলাম মোহাম্মদের মানহানির উদ্দেশ্যে এডিট করা আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরির ভয় দেখিয়ে ২০ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পাহাড়তলী কাজী মসজিদ সংলগ্ন ডিপো থেকে তিন লাখ টাকা চাঁদা আদায় করে। পরবর্তীতে আসামিরা গোলাম মোহাম্মদের কাছ থেকে আরও তিন লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিলে তিনি পাহাড়তলী থানায় একটি মামলা করেন। গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গোলাম মোহাম্মদের কাছ থেকে শামসুল হক রানা টাকা দাবি এবং গ্রহণ করেন। গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদার ১ লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন