নাটোরের লালপুর উপজেলার চাঁনপুর থেকে ৩০ লিটার চোলাই মদসহ শরিফুল ইসলাম অরোফে শরিফ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে চাঁনপুুর গ্রাম হতে তাকে আটক করা হয়। সে বড়াইগ্রাম উপজেলার ধানাইদগ গ্রামের বাবর আলীর ছেলে।
সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান,‘০৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার চাঁনপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাই মদ সহ আসামী মোঃ শরিফুল ইসলাম অরোফে শরিফ (৪০) কে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এঘটনায় লালপুর থানায় একটি মামলা রুজু করা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন