নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের সিংড়ায় চোলাই মদ সেবনের অপরাধে সাত মাদক সেবীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ সময় মোস্তাকিন নামের এক মাদক সেবীর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মানিকচাপড় গ্রামের জালাল উদ্দিনের উঠানে চোলাই মদ সেবন অবস্থায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিংড়া থানার উপ-পরিদর্শক শ্রী প্রদীপ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার মানিকচাপড় গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ সেবনের সময় রতন দাস (২৫), হেলাল (২৬), আব্দুল কুদ্দুস (৫০), আব্দুস সামাদ (৪০) ও জালাল উদ্দিন (৪৫)-কে আটক করা হয়। অপর এক অভিযানে মুস্তাকিন (৩০) নামের এক মাদক সেবীকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ ও দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী রেজাউল ইসলাম (২৭)-কে আটক করা হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ম-ল জানান, আটকৃত চোলাই মদ সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ও অপর একজনের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মাদক মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন