মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছাড়ার আগে সাধারণ ক্ষমা ঘোষণা নতুন কিছু নয়। ক্ষমতা ছাড়ার আগে বিল ক্লিনটন নিজের সৎ ভাই রজার ক্লিনটন আর বিলিওনিয়ার মার্ক রিচকে ক্ষমা ঘোষণা করেছিলেন। ট্রাম্প সবার আগে ক্ষমা করতে পারেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লেয়নকে। এই ব্যাপারে তার অ্যাটর্নি নিয়মিতই ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। রজার মুলারের দল দ্বারা অপরাধী সাব্যস্ত অন্যদেরও ক্ষমা ঘোষণা করতে পারেন ট্রাম্প। -সিএনএন, এনপিআর
আরও যাদের ক্ষমা করবেন তাদের মধ্যে রয়েছেন পল ম্যানাফোর্ট এবং জর্জ পাপাডোপোলাস। এর বাইরে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরিবারের সদস্যদেরও বেশ কিছু চলমান মামলায় ক্ষমা ঘোষণা করতে পারেন। ট্রাম্পের নিজের বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে। বিশেষজ্ঞদের ধারণা, তিনি নিজেকেও সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। সবার আগে ট্রাম্প বরখাস্ত করতে পারেন এফবিআই পরিচালক ক্রিস রে’কে। ২০১৭ সালে তাকে নিয়োগ দেয় সিনেট। ২০২৭ পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা রয়েছে। অবম্য ট্রাম্প বরখাস্ত করলেও নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন তাকে বহাল করতে পারবেন। পুরো শাসনামলে ট্রাম্প প্রচুর পরিমাণ নির্বাহী আদেশ জারি করেছেন। অ্ফোর্ডেবল কেয়ার অ্যঅক্ট, ইনভারমেন্টাল প্রোটেকশান এবং ইমিগ্রেশন পলিসির ব্যাপারে যাবার আগেও বেশ কিছু নির্বাহী আদেশ জারি করে যেতে পারেন তিনি। এছাড়াও ট্রাম্প বরখাস্ত করতে পারেন জাস্টিস ডিপার্টমেন্টের মহাপরিদর্শক মাইকেল হরোউৎজকেও।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন