শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কটূক্তি সহ্য করতে না পেরে বড় সিদ্ধান্ত নিলেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১২:২২ পিএম

তৃতীয়বারের মতো টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর ঘর ভাঙ্গনের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়ায়। তবে অনেকে বলে থাকেন ‘যাহা রটে কিছু না কিছু তো বটে’। এই গুঞ্জনে নাকি সায় দিয়েছেন খোদ শ্রাবন্তীর স্বামী রোশন। তবে তিনিও পুরো ব্যাপারটা স্পষ্ট করে না বলে, হালকা করে ছুঁয়ে গেলেন৷ রোশনের কথা থেকেই সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ল৷

এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর৷ রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে৷ অভিমন্যুর ডাক নাম ঝিনুক। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায় ৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন৷ আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান৷ ভালেই চলছিল সব৷ তবে হঠাৎ এমন কী ঘটল, যাতে সংসারের দেওয়ালে ভাঙন? জল্পনা জমছে টলিপাড়ায় ৷

আর এই কারণে সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ট্রোল, মিম, সমালোচনা, ব্যাঙ্গ, কৌতূক ধেয়ে আসছে নায়িকার দিকে। সোশ্যাল হ্যান্ডেলে কোনও পোস্ট দিলেই তার কমেন্ট সেকশন ভরে যাচ্ছে বিদ্রুপ আর কটূক্তিতে। সমালোচক আর নিন্দুকদের কোনও ভাবেই থামানো যাচ্ছে না।

তাই শেষ পর্যন্ত এই বড় সিদ্ধান্তটি নিতে বাধ্য হলেন নায়িকা। বন্ধ করে দিলেন ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনটাই। কমেন্ট সেকশন লিমিটেড করে দিলে সমস্ত কমেন্টস দেখতে পাবেন না অন্যরা। যে কমেন্টগুলি প্রকাশ্যে রাখতে চান তা সিলেক্ট করতে পারবেন একমাত্র ব্যবহারকারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Maruf Uddin Nirub ১৪ নভেম্বর, ২০২০, ৩:২৫ পিএম says : 0
৪র্থ বিয়ের জন্য প্রস্তুতি নেওয়ার বিনীত অনুরোধ রইলো
Total Reply(0)
মাহাদী আলম ১৪ নভেম্বর, ২০২০, ৩:২৬ পিএম says : 0
এসব নিউজ না দিলে কি হয়।
Total Reply(0)
মু. সুহাদ আলম ১৪ নভেম্বর, ২০২০, ৩:২৭ পিএম says : 0
অভিনেত্রীদের সংসার বলে কিছু আছে নাকি।
Total Reply(0)
Md.Abu Sayed ১৬ নভেম্বর, ২০২০, ১২:১০ এএম says : 0
আমাকে এক বার বিয়ে করে দেখতে পারো
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন