শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

উদ্ধার করা ৩ টক্কর সাপ সুন্দরবনে অবমুক্ত

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলায় র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত তিনটি টক্কর সাপ অবশেষে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপ তিনটির আনুমানিক মূল্য তিন লক্ষাধিক টাকা। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, খুলনা র‌্যাব ৬ এর একটি দল সাতক্ষীরার তালা এলাকা থেকে সম্প্রতি তিনটি টক্কর সাপ উদ্ধার করেন। পরবর্তীতে গত বুধবার সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আমলী আদালত-৩ (তালা)  এর আদেশক্রমে টক্কর সাপগুলো সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়া হয়। এসময় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাড়ীর ইনচার্জ মনিরুজ্জামানসহ বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, তালা উপজেলার একটি পাচার চক্রের কবল থেকে সাপ ৩টি উদ্ধার করে র‌্যাব ৬। তারা টক্কর সাপগুলো আদালতে হাজির করলে আদালতের নির্দেশ মোতাবেক গহীন সুন্দরবনে অবমুক্ত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন