শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হাসপাতালের সামনে সৌমিত্র ভক্তদের ভিড়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১:৫০ পিএম

৮৬ বছর বয়সে বিদায় নিলেন ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় পাঁচ সপ্তাহ হাসপাতালে চিকিৎসার পর চলে গেলেন বাংলা সিনেমা জগতের এই মহাতারকা। আজ রোববার দুপুর সওয়া ১২টায় মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাথে সাথে কলকাতার বেলভিউ হাসপাতালের সামনে এসে ভিড় করছেন তার ভক্ত ও স্বজনরা। অবশ্য তিনি হাসপাতালে ভর্তি থাকাবস্থায়ও স্বজনদের ভিড় দেখা গেছিল হাসপাতলের গেটে। তার মারা যাওয়ার সংবাদে সে ভিড় বাড়তে থাকে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেপ্টেম্বের বেলভিউয়ে ভর্তি হন সৌমিত্র। তিনি একটা সময়ে ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। সেই অসুস্থতা স্বভাবতই তাঁকে পুরোপুরি ছেড়ে যায়নি। এতে কখনও উন্নতি কখনও অবনতি, এই দোলাচলেই চলছিল হাসপাতাল-বন্দি সৌমিত্রর জীবন।

এ ছাড়াও একাধিক কোমর্বিডিটি ছিল তাঁর। তার জেরে সময়ের সঙ্গে পরিস্থিতির অবনতি হতে শুরু করে তাঁর। তবুও প্লাজমা থেরাপি, শ্বাসনালিতে অস্ত্রপচার-সহ নানা ভাবে অভিনেতাকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু অবশেষে শেষ রক্ষা হলো না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন