শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নান্দাইলে বাংলাদেশ কালেষ্টরেট সহকারী সমিতির আহ্বানে কর্মবিরতির ৪র্থ দিন অতিবাহিত

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ২:৩৩ পিএম

বাংলাদেশ কালেষ্টরেট সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে “মাঠ প্রশাসনে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের দাবীতে রবিবার (১৫ নভেম্বর) হতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মসূচীর মঙ্গলবার ৪থ দিন অতিবাহিত হয়েছে । কর্মসূচীর মধ্যে আছে ১৫ হতে ১৯ নভেম্বর/২০২০, সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫ পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতিএবং অফিস চত্বরে অবস্থান। ২২ হতে ২৬ নভেম্বর /২০২০ সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫ পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান। ২৯ ও ৩০ নভেম্বের /২০২০ হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫ পর্যন্ত পূর্র্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান। কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি থাকায় নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশী জনগনকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কশিশনার (ভূমি) কার্যালয়ে সেবা প্রত্যাশী অনেক জনগন তাদের প্রয়োজন সেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ী ফিরছেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার বাবু অনূপ শেঠ , সহকারী কমিশনার (ভূমি) অফিসের প্রধান সহকারী বাবু অসীম কুমার রায় ও নির্বাহী অফিসের অফিস সহকারী জহিরুল ইসলাম জনি জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ অবিলম্বে দাবী মেনে নিয়ে জনদূর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিজোর দাবী জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন