শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে নোয়াম চমস্কিকে বক্তৃতা করার আমন্ত্রণ জানিয়ে পরে প্রত্যাখ্যান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১১:৫৩ এএম

ভারতে নোয়াম চমস্কিকে বক্তৃতা করার আমন্ত্রণ জানিয়ে পরে প্রত্যাখ্যান করেছে কতৃপক্ষ।গতকাল রাত ৯টায় মুম্বাইয়ের টাটা লিট ফেস্ট-এর জন্য ভার্চুয়াল মাধ্যমে একটি আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল চমস্কির। চমস্কির নতুন বই ‘ইন্টারন্যাশনালিজম অর এক্সটিংশন’ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। একটি সাহিত্য উৎসব শুরুর কয়েক ঘণ্টা আগে নোয়াম চমস্কি এবং সাংবাদিক বিজয় প্রসাদের অনলাইন আলোচনা বাতিল করা হয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, আয়োজকরা এ আলোচনা বাতিলের কারণ জানাননি। -আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেস
চমস্কি ও প্রসাদ জানান, দুপুর ১টার দিকে আচমকাই তাদের ইমেইলে আলোচনা বাতিলের কথা জানানো হয়।কেন আমাদের আলোচনা বাতিল করা হয়েছে তা আমরা জানি না। ফলে আমরা কেবল ভাবতে করতে পারি বা প্রশ্ন তুলতে পারি যে এটা সেন্সরশিপ কিনা? ভারতে গণতন্ত্রের অবক্ষয় যে একটি গুরুতর বিষয় বিবৃতিতে তা উল্লেখ করেছেন তারা। সিএএ-এর মতো আইনের মাধ্যমে নাগরিক অধিকার লঙ্ঘনের চেষ্টা করা হচ্ছে বলেও বিবৃতিতে দাবি করেন দুজন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ সাহিত্য উৎসবের ডিরেক্টর অনিল ধরকর শুধু বলেছেন ‘সমস্যা’ রয়েছে বলেই বাতিল করা হয়েছে। তবে সমস্যা কি এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ২২ নভেম্বর, ২০২০, ১২:২১ পিএম says : 0
নোয়াম চমস্কিকে exposed the hard truth, he don't care or fear anybody like the muslim in the past when they used to follow Qur'an and Sunnah strictly
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন