শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ছারছীনায় তিন দিনের মাহফিল শুরু

আজ প্রথম দিন

ছারছীনা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল শুরু হয়েছে। গতকাল বাদ মাগরিব ছারছীনা শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ জিকির আজকার, তা’লীম পরিচালনা করেন। এরপর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়।

আজ মাহফিলের ১ম দিন। আগামী মঙ্গলবার বাদ জোহর হযরত পীর ছাহেব দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে ও সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া করে আখেরি মোনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ।
ইতোমধ্যে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি মাহফিলে অংশগ্রহণের জন্য আরও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান দেশের প্রত্যন্ত অঞ্চল হতে রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে মাহফিলের উদ্দেশে পথে রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন