শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোনাগাজীতে দরজা ভেঙে আহত গৃহবধূকে উদ্ধার করল পুলিশ

সোনাগাজী ( ফেনী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ৫:০৭ পিএম

সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে ননদদের হামলায় আহত জেসমিন আক্তার পিংকি (২৪) নামে এক গৃহবধূকে দরজা ভেঙে উদ্ধার করছে সোনাগাজী মডেল থানা পুলিশ ।
ওই ঘটনার জেরে আলেয়া ও পাখি আক্তার নামে দুই ননদকে পিটিয়ে আহত করেছে গ্রামবাসী। আবার গৃহধুর ভাই মো. হানিফকে পিটিয়ে আহত করেছে ননদের ছেলে শহীদুল ইসলাম আকাশ। সোমবার বিকালে এই ত্রি-মুখি হামলার ঘটনাটি ঘটেছে সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামে।
জানা যায় , উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে জেসমিন আক্তার পিংকির সাথে ২০১৯ সালের ৯মে পৌর এলাকার আবদুল কুদ্দুছের ছেলে কামাল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের মাস খানেক পর কামল পর্তুগাল চলে যায়। তার ৪বোন পিতার বাড়িতে এসে কর্তৃত্ব করলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চরম আকার ধারন করে। একাধিকবার গৃহবধূকে মারধর করে তারা। তা নিয়ে সালিশি বৈঠকও হয়েছিল। গত ২৩ নভেম্বর ওই গৃহবধূকে ৪ ননদ মিলে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করে। ওই ঘটনায় গৃহবধূর পিতা হাবিবুর রহমান বাদি হয়ে পর্তুগাল প্রবাসী কামাল উদ্দিন, মা তঞ্জুবের নেছা, ভাগ্নে আকাশ, বোন আলেয়া আক্তার, পাখি আক্তার, ঝর্না বেগম, পারুল আক্তার ও ভাগ্নে সাকিব সহ ৮জনের নামে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করে । বিষয়টি সমাধানের জন্য স্থানীয় কাউন্সিলর সাখাওয়াত হোসেন আলাউলের মাধ্যমে স্থানীয় সমাজপতিদের নিয়ে সালিশি বৈঠকও অনুষ্ঠিত হয়। সমাজপতিদেরকে কামাল উদ্দিন ও তার বোনেরা জানিয়ে দেন পিংকির সাথে সংসার বিচ্ছিন্নের কথা। পর্তুগাল থেকে মুঠোফোনে গৃহবধূকে তালাক দিয়ে দিবে বলে জানিয়ে দেন কামাল। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত কামালের বোনদের ওই বাড়িতে যেতে বারণও করেন পৌর কাউন্সিলর ও সমাজপতিরা। কিন্তু সোমবার দুপুর ২টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে গৃহবধূর ননদ হাসিনা আক্তার, পাখি আক্তার, পারুল আক্তার, আলেয়া আক্তার ও তার কন্যা কলি আক্তার মিলে গৃহবধূকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে জীবন বাঁচাতে গৃহবধূ ঘরের একটি কক্ষে ঢুকে দরজার ছিটকানী (হুক) লাগিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকেন। স্থানীয়রা গৃহবধূর পিতার পরিবারকে খবর দিলে সোমবার বিকালে স্থানীয় গ্রামবাসী ওই ঘরে ঢুকতে চাইলে হামলাকারীরা বাধা দেয় । ওই সময় উত্তেজিত গ্রামবাসী ননদ আলেয়া ও পারুলকে পিটিয়ে আহত করে। আলেয়ার উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলেয়ার ছেলে শহীদুল ইসলাম গৃহবধূর ভাই মো. হানিফকে পিটিয়ে আহত করে। সন্ধ্যায় দরজা ভেঙে গৃহবধূ পিংকিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহতদের মধ্যে গৃহবধূ পিংকি ও ননদ আলেয়াকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভাই হানিফ ও ননদ পাখি আক্তারকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গৃহবধূর পিতা হাবিবুর রহমান ও ননদ পারুল আক্তারকে আটক করেছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন