চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করাসহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার(১ ডিসেম্বর) জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ কাল বহুপূবে উত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দর সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্ব প্রাপ্ত প্রধান,আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমি এমপি ও সাংগঠনিক টিমের সমন্বয়ক বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির নিদেশক্রমে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের বর্তমান মেয়াদ উত্তীন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও জাহাঙ্গীর আলম মাস্টার, আলা উদ্দিন সরকার ও বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান মাস্টার এই তিন জনকে যুগ্ম –আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন