পায়ের হাড় কেটে ৩ ইঞ্চি লম্বা হয়েছেন মার্কিন যুবক। লম্বা হবার জন্য ১৩ থেকে ১৯ বছর বয়সের মধ্যে অনেকে বিভিন্ন রকম শরীরচর্চা করে থাকেন। তবে অপারেশন করিয়ে পায়ের হাড় লম্বা করার মাধ্যমে উচ্চাতা বাড়ানো যায়। শুনে হয়তো অবাক হচ্ছেন, তবে এখন জানা যাচ্ছে বিশ্বে প্রতি বছর শত শত মানুষ এমন অপারেশ করাচ্ছেন নিয়মিত ভাবে। খবরে বলা হয়, এই অস্ত্রোপচার অনেক কষ্টকর। জীবনের দীর্ঘ মেয়াদি ঝুঁকিও আছে। এর পরেও কয়েক ইঞ্চি উচ্চতা বাড়াতে অনেকেই এ কষ্ট ও ঝুঁকিকে মেনে নিচ্ছেন। অপারেশন করে নিজেকে লম্বা বানিয়েছে স্যাম বেকার জানান, হাইস্কুলের শেষ বছরে উত্তীর্ণ হবার সময় স্যাম দেখলেন তার সহপাঠীরা সবাই ধীরে ধীরে তার চেয়ে লম্বা হয়ে গেছে। আমি কলেজে গিয়ে দেখলাম, আমি ছেলেদের চেয়ে তো বটে অনেক মেয়ের চেয়েও খাটো। প্রথমে পায়ের হাড়ে একটি ছিদ্র করা হয়। এরপর সেই হাড় কেটে দু-টুকরো করে তার ভেতরে একটি ধাতব রড ঢুকিয়ে দিয়ে তা স্ক্রু দিয়ে এঁটে দেয়া হয়। তারপর রডটার দৈর্ঘ্য প্রতিদিন এক মিলিমিটার করে ধীরে ধীরে বাড়ানো হয়। এভাবে রোগীর ইচ্ছা অনুযায়ী উচ্চতা বাড়ানো হয়। এবং হাড় জোড়া লাগা পর্যন্ত এ প্রক্রিয়া চলে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন