মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ দেশের একমাত্র সঙ্গীতবিষয়ক চ্যানেল গানবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম


আজ দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা’র প্রতিষ্ঠা বার্ষিকী। চ্যানেলটি আট বছরে পা দিচ্ছে। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করে চ্যানেলটি। দেশীয় সংগীতকে আন্তর্জাতিক মানস¤পন্ন করে উপস্থাপন করাসহ সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার সংকল্প নিয়ে প্রতিষ্ঠার শুরু থেকে প্রশংসনীয় ভ‚মিকা রেখে আসছে চ্যানেলটি। ইতিমধ্যেই দেশের সঙ্গীতাঙ্গনের শিল্পী কলাকুশলীদের একটি সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে গানবাংলা ইতিবাচক ভ‚মিকা পালন করেছে। প্রতিনিয়ত দেশ ও দেশের বাইরের বিভিন্ন ধারার মানস¤পন্ন গান পরিবেশন করে একটি ব্যতিক্রমী চ্যানেল হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে চ্যানেলটি। আন্তর্জাতিক গানের মঞ্চ হিসেবে গানবাংলার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে-বিদেশে দারুণ প্রশংসিত হয়েছে। বিশ্বের ৩০ দেশের শতাধিক খ্যাতনামা মিউজিশিয়ানের অংশগ্রহণে উইন্ড অব চেঞ্জ-এ দেশীয় বিভিন্ন ধারার জনপ্রিয় গানগুলো পেয়েছে নতুন মাত্রা।উইন্ড অব চেঞ্জ-এর মাধ্যমে বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে দিতে দেশি-বিদেশি খ্যাতনামা শিল্পীরা কণ্ঠে স্লোগান তুলে নিয়েছেন মিউজিক ফর পিস। সংগীতে এমন অবদান রাখায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও প্রধান নির্বাহী কৌশিক হোসেনের হাত ধরে গানবাংলার প্রাপ্তির খাতায় যোগ হয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসহ মাদার তেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। চ্যানেলটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, মহান বিজয়ের এই দিনে গানবাংলা বছর ঘুরে নতুন শপথে নতুন যাত্রার দিকে এগিয়ে যায়। দেশের সঙ্গীতশিল্পের অগ্রযাত্রায় ভ‚মিকা রাখতে সংকল্পবদ্ধ গানবাংলা ইতিমধ্যেই হয়ে উঠেছে বাংলা গানের মুখপত্র। আমাদের সফল্যে পেছনে আছে দেশের সংগীতাঙ্গনের প্রতিটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ও ভালোবাসা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা শিল্পীদের আস্থা ও পূর্ণ সমর্থন গানবাংলা আশীর্বাদ হয়ে আছে সবসময়। গানবাংলার দর্শকরাই গানবাংলার প্রাণ। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন ফারজানা মুন্নী বলেন, আমরা বিশ্বাস করি, মহামারি পরবর্তী পৃথিবীতে অন্ধকার দূর করতে সঙ্গীত হবে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মানুষের মাঝে একতা ও শান্তি ছড়িয়ে দিতে ভ‚মিকা রাখবে সুর। করোনাকালে এবার অনুষ্ঠিত হচ্ছে না গানবাংলা প্রাঙ্গনে কোন উৎসব। তবে এ উৎসব ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলটিতে দিনভর থাকছে শিল্পীদের উৎসবমুখর উপস্থিতি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন