শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আল্লামা কাসেমী (রহ.) ছিলেন ঈমান রক্ষায় অতন্দ্র প্রহরী

সমমনা ইসলামী দলসমূহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সমমনা ইসলামী দল সমূহের নেতৃবৃন্দ বলেন, আল্লামা কাসেমীর ইন্তেকালে জাতির যে অফুরন্ত ক্ষতি সাধিত হয়েছে, তা কখনো পূরণ হবার নয়। ঈমান ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)। গতকাল শনিবার বাদ আসর পুরানা পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে সমমনা ইসলামী দল সমূহ আয়োজিত আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথগুলো বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খয়ের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সল আহমদ, জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, মুসলিম লীগের সহ সভাপতি কুরত উল্লাহ, ঢাকা মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা আব্দুর রহমান, আমীর আলী হাওলাদার, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ হুযাইফা ইবনে ওমর ও ফোজায়েল আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন