শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিশরে করোনা হাসপাতালে আগুন, অন্তত ৭ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ২:৩৯ পিএম

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে একটি হাসপাতালে বড় ধরনের অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজন মারা গেছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালটিতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। দেশটির স্থানীয় সূত্র ও রাষ্ট্রীয় দৈনিক আলআহরাম জানিয়েছে, গতকাল শনিবার রাজধানী কায়রোয় আলউবুর শহরের মিসর আল আমাল প্রাইভেট হাসপাতালে সকাল ৯ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিরাপত্তা ও হাসপাতাল সূত্রগুলো জানায়, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। সূত্রগুলো জানায়, অগ্নিকাণ্ডের পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অপর একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। সূত্র: রয়টার্স, আলআরাবিয়া নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন