ভিন্ন ধারার ভালবাসার গল্পের নাটক ‘মোনালিসা’। আসন্ন ভালবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটির নাম ভ‚মিকায় অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক। এছাড়াও রয়েছে মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার, আনোয়ার প্রমুখ।মেহরাব জাহিদের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকের গল্পে দেখা যায়, রতন অমর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসাকে সব সময় লালন করে। রতনের সেই লালন করা ছবি মোনালিসার মত একটি মেয়েকে সে বাস্তবে পেয়ে যায়। রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলার্সে কাজ করে। নদী পথে নৌকা পার হবার সময় রতন এর সাথে মোনালিসার দেখা হয়। এভাবে ওদের মাঝে ভাল লাগা তৈরি হয়। একটা সময় রতন মোনালিসাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। নাটকের গল্পটি এভাবেই এগিয়ে যায়। নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুবটকটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন