শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভালবাসা দিবসে বৈশাখীর বিশেষ আয়োজন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

ভালবাসা দিবস উপলক্ষে বৈশাখী টিভির বিশেষ আয়োজনে রয়েছে ২টি নাটক, ৩টি সিনেমা এবং বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ভ্যালেন্টাইনস স্পেশাল ‘বৈশাখী সকালের গান’-এ অংশ নেবেন কণ্ঠশিল্পী পুতুল। প্রচার হবে সকাল ৮ টা ২০ মিনিটে। দুপুর ১.২০ মিনিটে রয়েছে চলচ্চিত্রের রোমান্টিক গান নিয়ে ‘শুধু সিনেমার গান’। তানহা তাসনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম। দীর্ঘদিন পর ভালোবাসার গান নিয়ে হাজির হবেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ও তার দল। ‘বৈশাখীর ভালোবাসার গান’ নামে অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল ৫.২০ মিনিটে। রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে মিউজিক্যাল শো ‘সারগাম’। যৌথভাবে অংশ নেবেন সাব্বির ও লুইপা এবং ইউসুফ ও নন্দিতা। নাটকের মধ্যে রাত ৮টায় প্রচার হবে ক্লোজআপ কাছে আসার গল্পের দুই নাটক।রাত ১১ টায় প্রচার হবে বিশেষ নাটক ‘প্যারোলে মুক্তি’। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটিটি পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া। অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত, নাজিয়া হক অর্ষা, সুষমা সরকার শিল্পী সরকার অপু, সাহেদ আলী সুজন, জুলফিকার চঞ্চলসহ অনেকে। ৩টি সিনেমার মধ্যে সকাল ১০টা ২৫ মিনিটে প্রচার হবে ‘মনের মাঝে তুমি’। অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, যীশু প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে ববি, বাপ্পী চৌধুরী, শ্রাবণ অভিনীত ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’। রাত ১২ টায় প্রচার হবে সালমান শাহ, শাবনূর, ববিতা, রাজীব, ডন অভিনীত ‘মহামিলন’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন