কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর ও অবমূল্যায়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি অফিসের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন- বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক দেবদাস সাহা, বীজ উৎপাদন খামারের উপ পরিচালক সঞ্জয় রায়, আলু বীজ হিমাগারের উপ পরিচালক অনুপ কুমার সেন, সহকারী পরিচালক কামরুল হাসান তুহিন, শামীম রেজা, ঘাটাইল ইউনিটের সহকারী পরিচালক নাজমা খাতুন প্রমুখ।
এসময় বিএডিসি’র সকল কর্মকর্তা কর্মচারীসহ সিবিএ শ্রমিক নেতা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন