নিয়ম বর্হিভূতভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন হতে ১০% টাকা কর্তন করা প্রজ্ঞাপন বাতিলের দাবি বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ সদর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে এ প্রতিবাদ সভা ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক নেতা মো. রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দীন। বক্তব্য রাখেন আ. মমিন, আলমগীর হোসেন, অশিত কুমার, রেজাউল ইসলাম, কৃপা সিন্ধু, শাহানাজ পারভীন মুন্নী, সালেহা খাতুন, আলী আকবর ও উত্তম কুমার বিশ্বাস।
বক্তাগত বলেন, ‘নিয়ম বর্হিভূতভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অন্যায়ভাবে ১০% টাকা কর্তন করা প্রজ্ঞাপনটি কুখ্যাত হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়। শিক্ষকদের দাবি না মানা হলে অবসরবোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করার মত কর্মসূচী গ্রহণ করা হবে মর্মে হুশিয়ারী উচ্চারণ করা হয়। মানববন্ধন কর্মসুচি শেষে মিছিলসহকার ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য করুন