বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাওলানা নূরী হত্যার বিচার দাবি কসবায় মানববন্ধন

ব্রাক্ষণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

সন্ত্রাসী হামলায় নিহত প্রখ্যাত আলেম মাওলানা মো. সুলতান উদ্দীন (নূরী) হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে উপজেলার মন্দবাগ বাজারে হত্যার বিচার চেয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় এলাকাবাসী মো. আব্দুল বাতেন সরকার, মো. রনি মিয়া, হাসান সরকার, অঞ্জন সরকার, মো. তাজু মিয়া প্রমুখ। এ সময় বক্তরা বলেন, এই ইসলামি চিন্তাবিদ হত্যাকান্ডের এক বছর পার হলেও প্রকৃত খুনীদের বিচারের আওতায় এখনো আনা হয়নি। বক্তারা আরও বলেন, ঘটনার সঠিক তদন্তসহ এই হত্যাকান্ডের সাথে প্রকৃত জড়িতদের ফাঁসির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জানা যায়, ২০১৯ সালের ১১ অক্টোবর বাড়ি থেকে মসজিদ যাওয়ার সময় সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন