শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিংগাইরে পুলিশ পরিচয়ে ডাকাতি

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মানিকগঞ্জের সিংগাইর থানার অদূরে পুলিশ পরিচয়ে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ এক লাখ আশি হাজার টাকা, প্রায় এক লাখ টাকার স্বর্নালংকারসহ দামি ৩টি মোবাইল সেট লুটে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানার অদূরে পৌরসভার ৪নং ওয়ার্ড কাংশা মহল্লার মডেল টাউনের পূর্ব পাশের চকে মৃত ছাদেক আলীর বাড়িতে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঘরের বারান্দার গেট খুলা রেখে পরিবারের লোকজন টিভি দেখতে ছিল। এ সময় পুলিশের পোশাক পরিহিত ১ জন, সিভিলে ২ জন ঘরে ঢুকে মৃত সাদেকের নামে ইয়াবা বিক্রির অভিযোগ তুলে ঘর তল্লাশি শুরু করে। এক পর্যায় পরিবারের লোকজনের জিজ্ঞাসায় তারা নিজেকে ডাকাত বলে পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে নগদ এক লাখ আশি হাজার টাকা, স্বার্নালংকার, ৩টি দামি মোবাইল নিয়ে গৃহকর্তীর মেয়ে রূপা (২৪)কে মাথায় আঘাত করে সটকে পরে। পরে ভিকটিমের পরিবার ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশে লোকজন এগিয়ে আসে। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে পুলিশ উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, পুলিশের জ্যাকেট পরে প্রতারণা করেছে একটি চক্র। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন