বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার আয়োজনে নেই আঁখি আলমগীর

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

আজ শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। বিগত বেশ কয়েকবছর ধরে দিনটিকে বিশেষভাবেই উদযাপন করে আসছিলেন আঁখি আলমগীর। কিন্তু এবার করোনার কারণে বিশেষভাবে উদযাপন করা হচ্ছেনা বলে জানিয়েছেন আঁখি আলমগীর। তিনি জানান, দিনটি তিনি উত্তরায় নিজ বাসায় কাটাবেন। আঁখি আলমগীর বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই। আমার কন্যাদের সঙ্গে বাসাতে সময় কাটবে। সবার কাছে দোয়া চাই আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর আমি জেনে, না জেনে কাউকে মনে কষ্ট দিয়ে থাকলে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।’ আঁখি আলমগীর জানান, চলতি মাসে ঢাকার বাইরে দু’তিনটি স্টেজ শো রয়েছে তার। তবে করোনার কারণে তার অনেক কনসার্ট বাতিল হয়েছে। এদিকে এরইমধ্যে আঁখি আলমগীর ইমন সাহার সুর সঙ্গীতে সরকারী অনুদানের দু’টি সিনেমায় গান গেয়েছেন। একটি গান গেয়েছেন ‘আশীর্বাদ’ সিনেমায় এবং অন্যটি গেয়েছেন ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। অভিনয়ে ছোটবেলাতেই আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর। তার বাবা নায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’তে ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশের সংষ্কৃতি অঙ্গনে আঁখি আলমগীরই একমাত্র শিল্পী যিনি গানে এবং অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। আঁখি আলমগীর প্রথম প্লে-ব্যাক করেন ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘বিদ্রোহী বধূ’ সিনেমায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন