সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুষারপাতে রেড এলার্ট স্পেনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ঝড় ফিলোমেনার প্রভাবে স্পেনের বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে শনিবার দেশটির প্রায় অর্ধেক এলাকাজুড়ে রেড এলার্ট জারি করা হয়। বিঘিœত হয়েছে সড়ক, রেল ও বিমান পরিবহন। স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মারলাস্কা বলেছেন বিগত ৫০ বছরের মধ্যে এতো মারাত্মক তুষারপাতের কবলে পড়েনি তার দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তুষারপাতের কবলে পড়া শহরগুলোর অন্যতম রাজধানী মাদ্রিদ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টায় মাদ্রিদে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। এছাড়া রাজধানীর দক্ষিণাঞ্চলে ঝড়ের কারণে উপচে পড়েছে নদীর তীর। ঝড় ফিলোমেনার কারণে এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুই জনকে শীতে জমে মারা যাওয়া অবস্থায় পাওয়া গেছে। এছাড়া বন্যার স্রোতে গাড়ি ভেসে যাওয়ায় অপর দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদ্রিদে তুষারপাতের কারণে সড়কে আটকা পড়ে বহু গাড়ি। শহরের বারাজান বিমানবন্দর বন্ধ হয়ে যায়। এছাড়া মাদ্রিদ থেকে ছেড়ে যাওয়া সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। আটকে পড়া গাড়ির চালকদের সহায়তার জন্য দমকল কর্মীদের ডাকা হয়। এছাড়া রাস্তা পরিষ্কার করতে কয়েকটি এলাকায় সেনাবাহিনীকেও ডাকা হয়। রয়টার্স, বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন