সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুষারঝড়ের পর পানির জন্য হাহাকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত সপ্তাহের ভয়াবহ তুষারঝড়ের পর বিশুদ্ধ পানি ও বিদ্যুতের অভাবে হাহাকার করছেন স্থানীয়রা। তুষারঝড়ে অনেক জায়গায় পানির পাইপ ফেটে গেছে, ফলে সংকট দেখা দিয়েছে সরবরাহে। একারণে তীব্র ঠান্ডার মধ্যেই বিশুদ্ধ পানির সন্ধানে দোকানের বাইরে ভিড় করছেন ভুক্তভোগীরা। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে তান্ডব চালিয়ে গেছে তীব্র শীত ও তুষারঝড়। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। সেখানে এখনো বিদুৎবিচ্ছিন্ন কয়েক লাখ মানুষ। এ নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে স্থানীয়রদের মধ্যে। হিউস্টনের বাসিন্দা পার্সি ম্যাকগি তার ক্ষোভের পরিমাণ বোঝাতে বলেছেন, এটি ’১০ নম্বর’ পর্যায়ে চলে গেছে। তিনি জানান, ভোর ৫টায় ঘুম থেকে উঠে ৬টা থেকে শহরের ডেলমার স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিপর্যয়ের পর থেকে সেখানে বোতলজাত পানি বিতরণ করা হচ্ছে। পার্সি বলেন, এখন বাজে সাড়ে ১১টা। তারপরও আমি বসে থাকব। মানেৃ আমার আর কোনো উপায় তো নেই। আমার এলাকার সব দোকানের পানি ফুরিয়ে গেছে। তিনি বলেন, আমি ডায়াবেটিক রোগী। বাসায় ৯৪ বছর বয়সী আরেকজন ডায়াবেটিক রোগী রয়েছেন। আমাদের কাছে ওষুধপত্র কিছু নেই। আমি সত্যিই খুব হতাশ। তারপরও চেষ্টা করছি টিকে থাকতে। এরিকা গ্রানাডো নামে হিউস্টনের আরেক বাসিন্দা বলেন, তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে ছুটে যান। সিএনবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন