শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হৃত্বিক-দীপিকার প্রথম লড়াই সিদ্ধার্থের ফাইটারে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১০:৪৩ এএম

নিজের ৪৭তম জন্মদিনে হৃত্বিক টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ফাইটার হিসেবে মারফ্লিক্স ভিশনের একটি ঝলক তুলে ধরছি। ব্যতিক্রমী দীপিকা পাড়ুকোনের সঙ্গে আমার প্রথম লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। সবাই সিদ্ধার্থ আনন্দের এই জয়রাইডে চড়ার জন্য তৈরি।'
 
হৃত্বিকের এই ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়ে দীপিকা লিখেছেন, 'স্বপ্ন প্রকৃতই সত্যি হতে চলেছে।' এই ফিল্ম মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। ফাইটারের সম্পর্কে সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, 'দু জন ফেভারিট স্টারকে একসঙ্গে আনতে পারাটা নিঃসন্দেহে আমার জীবনের একটা বড় উত্তেজনার মুহূর্ত। ভারতে অ্যাকশন ফিল্ম তৈরির জন্য একনিষ্ঠ প্রোডাকশন হাউস মারফ্লিক্স-এর সঙ্গে এই যাত্রা শুরুর করতে পেরে দারুণ লাগছে। আমার জীবনসঙ্গিনী মমতা আনন্দের সঙ্গে আমি এই যাত্রা শুরু করেছিলাম। আর এই যাত্রায় হৃত্বিককে পাওয়াটা সৌভাগ্যের।'
 
ভক্তদের দীর্ঘ সময় সাসপেন্সে রেখে অবশেষে নিজের পরবর্তী ফিল্মের কথা ঘোষণা করলেন বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশন। জানালেন তাঁর আপকামিং ফিল্ম ওয়ারের পরিচালক সিদ্ধার্থ আনন্দের তৈরি ফাইটার। আর এই ফিল্মে হৃত্বিকের বিপরীতে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই খবর দেওয়ার পাশাপাশি সিনেমার একটি ঝলকও সবার সামনে এনেছেন ওয়ার স্টার।
 
সূত্রঃ এবিপি আনন্দ। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন