শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নানা আয়োজনে সাকরাইন উৎসব করলো মাঞ্জা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৯:৫১ পিএম

'এসো ওড়াই ঘুড়ি বাংলার ঐতিহ্য লালন করি' এই স্লোগানকে সামনে রেখে পুরাণ ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা নানা আয়োজনে এবারের সাকরাইন উৎসব উদযাপন করেছে।
আজ বৃহস্পতিবার এই উৎসবকে কেন্দ্র করে মাঞ্জা বিভিন্ন রকম পিঠা, কাচ্চি বিরিয়ানি, ফুচকা, চটপটি ভাজাপোড়াসহ ঐতিহ্যবাহী খাবার ও বিকালে ছাদে ছাদে নতুন আদলে বারবিকিউ এর আয়োজন করে। সন্ধ্যার পর ফানুসসহ হরেক রকমের আতসবাজির মধ্যদিয়ে এই উৎসব আরো বেশি জমকালো করে সংগঠনটি।

চারশত বছরের ঐতিহ্যবাহী পুরাণ ঢাকায় যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তি বা পৌষে শীতের আমেজকে বাড়তি মাত্রা দিতে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে এই উৎসব উদযাপন হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এইবার স্বেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা এই উদ্যোগ নেয়।

এদিকে গত বছরে করোনায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সংগঠনটি কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন