সারাদেশে দ্বিতীয় ধাপে আজ শনিবার দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৬০ পৌরসভায় মেয়র হতে লড়ছেন মোট ২২১ জন প্রার্থী। এছাড়াও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হচ্ছে।
এর মধ্যে ২৯ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি ৩১ পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে।
প্রথম ধাপে ২৮ ডিসেম্বরের ভোট অনেকটা শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় ধাপের ভোটকে কেন্দ্র করে বেশ উত্তেজনা দেখা দিয়েছে কয়েকটি এলাকায়।
ক্ষমতাসীন দলের মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এই দফার ভোট সংঘাত ছড়িয়েছে। এর মধ্যে দুয়েকটি জায়গায় সংঘাত-সহিংসতার ঘটনাও ঘটেছে। ঝিনাইদহের শৈলকুপায় ভোটের সংঘাতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া সেখানে একজন কাউন্সিলর প্রার্থীর লাশও উদ্ধার হয়েছে।
দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মেয়র প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।
এ ছাড়া পাবনার সুজানগরে আজ ভোট হওয়ার কথা থাকলেও রিটের কারণে তা স্থগিত করা হয়েছে। সেখানে নতুন করে ভোটের দিন দেওয়া হয়েছে ৩০ জানুয়ারি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন