শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আস্থা ভোটে ‘বেঁচে’ গেলেন ইতালির প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১১:১৪ এএম

চরম রাজনৈতিক সঙ্কটের মধ্যে থাকা ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে আস্থাভোটে বিজয়ী হয়ে আপাতত তার গদি রক্ষা করতে পেরেছেন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির উচ্চকক্ষ সিনেটের ১৫৬ ভোটের মধ্যে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হন কন্তে।

বিবিসি জানিয়েছে, ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল ইটালিয়া ভিভা জোট থেকে সরে যাওয়ার কয়েকদিন পর এমন বিজয় পেলেন জুসেপ্পে কন্তে।
ইটালিয়া ভিভা বর্তমান জোট সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করায় দেশটি গভীর রাজনৈতিক সঙ্কটে পড়ে।

মূলত সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজিরকে পদত্যাগ করার বিষয়ে হস্তক্ষেপ করতেই সিনেটে আস্থা ভোটের আয়োজন করা হয়েছিল।
গত সোমবার জুসেপ্পে কন্তে সংসদের নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তার পক্ষে ৩২১ জন সংসদ সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ২৫৯টি। এর আগে ইতালিয়া ভিভা দলের দুই মন্ত্রী পদত্যাগ করে জোট থেকে সরে দাঁড়ালে আস্থা ভোটের প্রয়োজন দেখা দেয়। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন