শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে নানা আয়োজনে ৮ম বর্ষপূর্তি পালন করলো এশিয়ান টেলিভিশন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ৫:২০ পিএম

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে পালিত হয়েছে এশিয়ান রেডিও-৯০.৮ এফএমেরও জন্মদিন। এশিয়ান টেলিভিশন সিলেট অফিসে এ উপলক্ষে আজ বেলা ১২টায় জমকালো আয়োজনে কেক কাটা হয়েছে। এশিয়ান টিভি ও রেডিওকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন নানা অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিধান কুমার সাহা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য শাহ আলম শাওন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিউশনার বি এম আশারাফ উল্লাহ তাহের, র‌্যাব-৯ এর এস আই আনিছুর রহমান, কর্পোরেট রফিক, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী ও রুহিন আহমদ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ও সময় টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন দিগেন সিংহ, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়শন সাধারণ সম্পাদক ও এটি এন টেলিভিশনের ক্যামেরা পার্সন ইকবাল মুন্সি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস, আওয়ামীলীগ নেতা মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, সিলেট মহানগর যুবলীগ নেতা ও ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, মহানগর যুবলীগ নেতা সৈয়দ নাহিদ রহমান সাব্বির, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিল, ছাত্রলীগ নেতা তালহা আহমদ, মাহফুজুর রহমান, আদিল আহমদ রাহাত সহ অসংখ্য শুভাকাঙ্খি প্রমুখ। এসময় বক্তারা ধন্যবাদ জানান, ৯ বছরে পা রাখার পেছনে সহযোগিতা-সমর্থনের জন্য এশিয়ান টিভি ও রেডিওর দর্শক-শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরদের ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন