শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

নাম তার নজরুল

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আহাদ আলী মোল্লা

চোখ দুটো গোল গোল
ভাবনাতে খায় দোল
মাথাভরা চুল তার-
ছেলে বুলবুল তার
শিশুকালে মারা যায়
সইতে কি পারা যায়
দুঃখ;
তাও তিনি লিখে যান
বেদনার ছড়া-গান
আরও কতো রচনার
কাড়ি কাড়ি বচন আর
এটা ওটা সেটা নয়
লেখালেখি যেটা নয়
মুখ্য-
লিখে লিখে নাড়া দেন
ইংরেজ তাড়া দেন
বুদ্ধিতে সূক্ষ্ম।

নাম তার নজরুল
জানে লোক বিলকুল।

গানের কবি
আব্দুস সালাম

নজরুল তুমি গানের কবি
লিখলে হাজার গান
সে গান আজও শুনলে মোদের
জুড়িয়ে যায় প্রাণ।

তোমার গানে আছে যেমন
হাজার প্রেমের বাণী
বিরহ সুর শুনলে যে হায়
চোখে আসে পানি।

গানে গানে করেছিলে
হাজার প্রতিবাদ
ভয় করোনি চোখ রাঙানি
কিংবা প্রতিঘাত।

মুগ্ধ যে হই আজও শুনে
শ্যামা গান ও গজল
চার দশক হায় নীরব ছিলে
ভাবলে চোখ হয় সজল।


বিশ্বাসের কথা
এ কে এম সাখাওয়াত হোসেন

মানব ধর্ম ইসলাম, দুনিয়ায় শান্তির পয়গাম
নবী-রাছুলগণ পেয়েছেন অহি-ইলহাম
প্রভুর প্রতিনিধি সৃষ্টির সেরা মানবজাতি
কর্মে ধর্মের রীতিনীতি, ভাইয়ে ভাইয়ে সম্প্রীতি।
ইসলাম নয় পুঁজিবাদী অর্থ সঞ্চয়ন
শুধু খোলা, উদার মন ও প্রীতির বন্ধন
জগৎ সংসার মহান আল্লাহ-তায়ালার
গর্ব, কর্তৃত্ব মালিকানা অহংকার সব তাঁর।
মানুষ ভাই ভাই, কোন হিংসা-দ্বেষ নাই
নিজের জন্য যা, অপরের বেলায়ও তাই
অপরকে তাই দাও, নিজে যা চাও- খাও
মহান আল্লাহর দেয়া সান্নিধ্য খুঁজে বেড়াও।
এক পিতামাতা আদম-হাওয়ার (আঃ) সন্তান
ভালোবাসা একত্রে বসবাস ইসলামের আহ্বান
হে মানুষ, মানুষ সেবায় কর আত্মদান
প্রভু খুশি, বিপুল শান্তি জান্নাতে স্থান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন