শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের মোদি সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ৭:৫৮ পিএম

সহিংসতায় উস্কানি দেয়া ঠেকাতে ব্যর্থ হওয়ায় ফের মোদি সরকারকে তিরস্কার করেছে ভারতের সুপ্রিম কোর্ট। একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে, ‘টেলিভিশনে উস্কানিমূলক অনুষ্ঠান এবং খবর সরকারকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে।’ এ নিয়ে যে সব আইন রয়েছে তা কঠোর ভাবে প্রয়োগ করার পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত।

গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল হিংসাত্মক চেহারা নিয়েছিল। সে সময় বন্ধ করে দেয়া হয়েছিল ইন্টারনেট। সেই ঘটনার প্রসঙ্গ বৃহস্পতিবার তুলেছে প্রধান বিচারপতি এসএ বোবডে-র নেতৃত্বাধীন বেঞ্চ। এমন পরিস্থিতিতে বিচারপতিরা ‘পরিচ্ছন্ন এবং বস্তুনিষ্ঠ’ সাংবাদিকতার উপর জোর দিয়েছেন। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে ওই বেঞ্চ কড়া ভাষায় বলে, ‘বাস্তব হচ্ছে, একাধিক অনুষ্ঠানে উস্কানি দেয়া হয় এবং আপনার সরকার এ ক্ষেত্রে কিছুই করে না।’

এই প্রসঙ্গে করোনা মহামারির সাথে তাবলিগ জামায়াতের সমাবেশকে জড়িয়ে সংবাদমাধ্যমের নানা ‘উস্কানিমূলক’ রিপোর্টিংয়ের কথাও এ দিন তুলে ধরেছেন বিচারপতিরা। বেঞ্চের মতে, ‘ওই রকম টিভি অনুষ্ঠান একটি সম্প্রদায়ের উপর প্রভাব ফেলে। কিন্তু সরকার কিছুই করছে না।’ বিচারপতিদের বক্তব্য, ‘উস্কানি বন্ধ করা আইনশৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু সরকার এ সব ইস্যুগুলি আয়ত্তে আনতে কিছুই করেনি।’

প্রধান বিচারপতি বলেন, ‘কিছু খবরের উপর নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষারই একটা অঙ্গ। আমি জানি না, আপনারা কী করে এ সব ক্ষেত্রে অন্ধ থাকতে পারেন। আমি আক্রমণাত্মক কিছু করার কথা বলছি না, কিন্তু আপনারা তো কিছুই করছেন না।’ এ নিয়ে সব পক্ষকেই আগামী ৩ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার পর ফের শুনানি হবে মামলাটির। সূত্র: ইন্ডিয়া টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন