স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)- এর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল এবং সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ শিমুল সম্প্রতি উক্ত কমিটি অনুমোদন করেছেন। কমিটির সভাপতি রিজেন্ট মাহমুদ সানিয়া এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এছাড়াও অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. আকতার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান ও দফতর সম্পাদক সৌরভ চৌধুরী মনোনীত হয়েছেন। ব্যাংক পাড়ায় প্রতিষ্ঠিত এ সংগঠনটি দেশের আর্থিক খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করার মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মিশন, ভিশন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন