শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কিশোরগঞ্জ বিএনপির নেতা আটক

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ৯:৫৪ পিএম

কিশোরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খায়রুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশের একটি দল তাকে জেলা শহরের নিউ টাউন এলাকার নিজ বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, খায়রুল ইসলামের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির আশঙ্কা থাকায় আটক করা হয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। এ ছাড়াও আটক খায়রুল ইসলাম ইতোপূর্বে দায়ের করা দ্রæত বিচার আইনের একটি মামলায় জামিনে আছেন।
জানা যায়, জানুয়ারি মাসের ১৬ তারিখে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একটি কেন্দ্রের ভোটগ্রহণ সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়ায় চ‚ড়ান্ত ফল প্রকাশ স্থগিত থাকে। আগামী ৩০ জানুয়ারি স্থগিত ওই কেন্দ্রে পৌর নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষিত হয়েছে। ইতোপূর্বে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের একদিন আগে ১৪ জানুয়ারি রাতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে পৌর বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আশফাকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন