দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ। শনিবার আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়।
এ বিষয়ে আবুল কালাম আজাদ দৈনিক ইনকিলাবকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি। তিনি বলেন, আশা করছি আমাকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করে আধুনিক দেবিদ্বার গড়ার সুযোগ করে দেবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩ ফেব্রুয়ারি (বুধবার), বাছাই ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), আপিল দাখিলের শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি (রবিবার) ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি (শুক্রবার)।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। জয়নুল আবেদীন উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন