বাংলাদেশের পার্শবর্তী দেশ মিয়ানমারে আবারো সমরিক অভ্যূত্থান ঘটেছে বলে জানা গেছে।
আজ সোমবার ভোরে সামরিক বাহিনী রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে দেশটির সরকার প্রধান ও রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা শুরু করেছে।
এতে করে ২০১৭ সালে সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের তাদের ঘরবাড়িতে ফিরিয়ে নেয়া আবারো অনিশ্চিত হয়ে পড়ল।
বিবিসির বরাতে জানা গেছে, মিয়ানমারের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, সকালে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে।
বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পর এই অভ্যুত্থান ঘটলো।
গ্রেফতারের পর সামরিক মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরী অবস্থা জারি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন