শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানে হোটেলে অতিথি আগমন কমেছে ৪৮%

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

জাপানের হোটেল ও অন্যান্য আবাসন ব্যবস্থায় অতিথি আগমন গত বছর কমেছে ৪৮ দশমিক ৬ শতাংশ। করোনা নিয়ন্ত্রণে সীমান্ত বন্ধ এবং অভ্যন্তরীণ ভ্রমণে বিধিনিষেধ আরোপে এ খাতে রেকর্ড পতন হয়েছে। গত শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। জাপান ট্যুরিজম এজেন্সি বলছে, গত বছর হোটেলে আতিথেয়তা গ্রহণ করেছেন ৩০ কোটি ৬১ লাখ ৮০ হাজার গ্রাহক। উল্লেখ্য, এ উপাত্তে থাকা অনেককেই দুই বা ততোধিকবার গণনা করা হয়েছে। ২০০৭ সালে উপাত্ত রাখা শুরুর পর সর্বনিম্ন গ্রাহক পেল হোটেল ও অন্যান্য আবাসন প্রতিষ্ঠান। গত বছর মোট অতিথির ২৮ কোটি ৮১ লাখ ছিলেন স্থানীয় গ্রাহক, যা ২০১৯ সালের তুলনায় ৪০ শতাংশ কম। এছাড়া বিদেশী অতিথিসেবা গ্রহণকারীদের সংখ্যা ৮৪ দশমিক ৪ শতাংশ কমে ১ কোটি ৮০ লাখ ৮ হাজারে দাঁড়িয়েছে। অবশ্য গত বছরের শেষ মাসে অতিথিসেবা গ্রহণকারীর সংখ্যা ২৪ দশমিক ৪ শতাংশ কমে ২ কোটি ৮৬ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে। কিয়োডো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন