শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ায় বিক্ষোভ চলাকালে আটক হলেন ১৪০০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২১ পিএম

রাশিয়ায় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে। এতে আবারও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিক্ষোভ দমাতে গতকাল মঙ্গলবার প্রায় ১৪০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মস্কোতে দাঙ্গা পুলিশকে বিক্ষোভকারীদের পেটাতে দেখা গেছে।-বিবিসি

বিশ্ব গণমাধ্যম থেকে জানা যায়, স্থগিত সাজার শর্ত লঙ্গনের দায়ে নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে। তবে নাভালনির দাবি এর সবই অতিরঞ্জিত। গত বছরের আগস্টে রাশিয়ায় নাভালনিকে নার্ভ এজেন্ট বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে গত জানুয়ারিতে রাশিয়ায় ফেরেন নাভালনি। রাশিয়ায় বিমানবন্দরে নামার পরই তিনি আটক হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন