শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আল্লাহর গজব থেকে বাঁচতে তওবার বিকল্প নেই

আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

জৈনপুরী দরবার শরীফ ও আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল এম.এ মাদরাসা কমপ্লেক্সের মাসিক মাহফিল ঢাকা শহরের মোহাম্মদপুর ৩/১৪ ব্লক জি কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়ায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাফসির ও দোয়া করেন মাদরাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। সভাপতিত্ব করেন ডেসকোর সাবেক জি.এম আলহাজ্ব মো. সফিকুল ইসলাম চৌধুরী ওয়াজ করেন প্রফেসর মো. সোহরাব হোসেন, মাওলানা আলহাজ্ব মো. মাঈনুদ্দীন, দরবার শরীফের খলিফা শেখ মো. আকবর আলি, পীরজাদা আলহাজ্ব সৈয়দ আনিসুর রহমান ও তরুণ বক্তা পীরজাদা আলহাজ্ব সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী।

বয়ানে পীর সাহেব বলেন, করোনাসহ যাবতীয় বালা মছিবত ইত্যাদি আল্লাহর গজব থেকে মুক্তির জন্য তওবার বিকল্প নেই। কেননা মানুষ যখন বিভিন্ন অন্যায় ও অশ্লীল কাজে লিপ্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আজাব ও গজব নাজিল হতে থাকে। যা অপ্রতিরোধ্য। উদাহরণ স্বরূপ, ইসরাইলের জেরুজালেমে ত্রিশ লক্ষাধিক নাগরিককে টিকা দেয়ার পরও দেশটিতে ভাইরাস বেড়েই চলেছে। পূর্বের ভাইরাসের পরিবর্তে এখন নতুন ধরনের ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। তিনি সবাইকে তওবায়ে নাসূহার মাধ্যমে সকল অন্যায়-অত্যাচার পরিহার করে আল্লাহ ও রাসুল (সাঃ) প্রদর্শিত সরল ও সঠিক পথে ফিরে আসার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন