বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উদ্বুদ্ধ করতে মুরাদনগরে প্রথম টিকা নিলেন সংবাদকর্মীরা

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে সব শ্রেণি পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে করোনার টিকা প্রথম নিলেন সংবাদকর্মীরা।


কুমিল্লার মুরাদনগরে সব শ্রেণি পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে করোনার টিকা প্রথম নিলেন সংবাদকর্মীরা। বৈশ্বিক মহামারির কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়ার প্রথম দিন গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে ওই টিকা দেওয়া কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলমের সভাপতিত্বে টিকাদান কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। টিকা দিয়ে উদ্বোধন কর্মসূচীর শুভ সূচনা করেন সাংবাদিক আজিজুর রহমান রনি, হাবিবুর রহমান, শামীম আহম্মেদ, মাহবুব আলম আরিফ টিকা গ্রহণ করেন। পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিকসহ ১১জন স্বাস্থ্য কর্মী টিকা নেয়।

সংবাদকর্মীরা বলেন, টিকা আসার আগেই কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চালন করেছেন। সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরাতে এবং সব শ্রেণি পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা টিকা নিয়েছি। পর্যায়ক্রমে উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মী টিকা গ্রহণ করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম দৈনিক ইনকিলাবকে বলেন, করোনা কালের সম্মুখ যোদ্ধা সংবাদকর্মীরা টিকা নিয়ে আমাদের কর্মসূচীকে ইতিবাচক সাড়া ফেলেছেন। এ পর্যন্ত যারা টিকা নিয়েছে সকলেই আমাদের পর্যবেক্ষণে আছে। কারো কোন প্রকার সমস্যা হয়নি। আশা করছি নিবন্ধনের মাধ্যমে সকলেই এ টিকা নিতে আগ্রহী হবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন