শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘ভাষা আন্দোলনের ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফলক’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফলক বলে মনে করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শনিবার জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধনকালে তিনি এ কখা বলেন। স্পিকার বলেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালী আত্মপরিচয়ের মাইলফলক। এ ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে। এসময় তিনি জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্বরে শহীদ মিনার স্থাপনের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, পৃথিবীর মধ্যে বাংলাই একমাত্র ভাষা যেটি আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। ভাষা আন্দোলন প্রথমে স্বাধিকার এবং পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসিফ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এবং গণসংযোগ ও ফোরামের সহ-সভাপতি মো. তারিক মাহমুদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ