ইরাক সীমান্তে সিরিয়ার আলেপ্পো প্রদেশের বিপুল অঞ্চলের মরু এলাকায় গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান হামলায় আইএসের অনন্ত ২১ যোদ্ধা নিহত হয়েছে। ১৩০ বারেরও বেশি বিমান হামলা চালানো হয়। গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন খবর দিয়েছে। খবর আরব নিউজের।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান বলেন, আইএস যোদ্ধাদের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় রাশিয়ার জন্য অভিযান পরিচালনা কঠিন। কারণ তারা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে এবং কোনো এক জায়গায় স্থায়ী হচ্ছে না।
সম্প্রতি সরকারি ও মিত্র বাহিনীর ওপর আইএসের কয়েক দফা হামলায় দামেশকপন্থী ৮ মিলিশিয়া নিহত হয়েছেন। এর পরেই রাশিয়া এই অভিযান চালিয়েছে। সূত্র : আরব নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন