শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মসজিদে বর্ণবাদী হামলা ফ্রান্সে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ফ্রান্সে একটি নির্মাণাধীন মসজিদে বর্ণবাদী হামলার ঘটনা ঘটেছে। স্ট্রসবোর্গের ওই মসজিদের চারদিকে দেয়া বেড়ায় ইসলামোফোবিক কথাবার্তা লিখে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সের মুসলিম সংগঠনগুলো। এইয়ুব সুলতান মসজিদে স্প্রে করে ‘ইসলামকে না বলুন, তোমাদের বাড়ি ফিরে যাও’ এমন কথা লেখা হয়েছে। এই মসজিদটির নির্মাণকাজ শেষ হলে এটি হবে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদটির নির্মাণকাজ দেখভাল করছে মিলি গোরাস ইসলামিক কনফেডারেশন (সিআইএমজি)। এ ধরনের ইসলামোফোবিক হামলা এবং বর্ণবাদী বার্তার পর এক ভিডিও বিবৃতিতে হতাশা প্রকাশ করেছে সিআইএমজি। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে তারা জানায়, কোনও কিছুর ক্ষতি হয়নি কিন্তু প্রতীকী বিষয়টি খুবই জোরালো। সিআইএমজি বলছে, ফ্রান্স যে ক্ষতিকারক আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে এই ঘটনা তার প্রতিফলন। প্রকৃতপক্ষে মুসলমানদের লক্ষ্য করে করা মন্তব্যকে ছোট করে দেখানো হয় মিডিয়া ডিসকোর্সে। স্ট্রসবোর্গের সরকারি আইনজীবীর অফিস জানিয়েছে, ২১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে এই গ্রাফিটির কথা স্বীকার করেছে। তবে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি দৈনিক ডিএনএ। তাই এই হামলার পেছনে কি উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rafik ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:২১ এএম says : 0
Why they released this criminal. Isn't his activities considered as terroristic.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন