শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

যানজটে ভোগান্তি চরমে তদারকি নেই হাইওয়ে পুলিশের

ঢাকা-আরিচা মহাসড়ক

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ে কালামপুর ছোট ব্রীজ থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১০ কি.মি. রাস্তায় প্রতিনিয়ত সকাল বিকেল বিশেষ করে দুপুর পর থেকেই যানজটের সৃষ্টি হয়ে থাকে। ফলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় বিভিন্ন পরিবহনের যাত্রীদের। একদিকে রাস্তা বর্ধিতকরণের কাজ অন্যদিকে গাড়ি গুলি উল্টো পথে বেগতিক চলাচলের কারণে এ যানজট সৃষ্টি হয়ে থাকে।

গতকাল বৃহস্পতিবারও দেখা গেছে এ যানজটের দৃশ্য। প্রতিদিন কোন না কোন সময় যানজটের সৃষ্টি হলেও সচারাচর দেখা যায়না হাইওয়ে পুলিশের উপস্থিতি। পুলিশের উপস্থিতি না থাকার কারণে পরিবহনের চালকরা তাদের নিয়ম নীতি তোয়াক্কা না করে গাড়ি চালনার কারণে এ যানজটের সৃষ্টি হয়ে থাকে বলে অনেকই জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ চালকদের অসচেতনতার কারণে এই যানজটের কবলে পড়েছে হাজারো যাত্রীদের। বেশিরভাগ চালকরাই উল্টো পথে গাড়ি চালাচ্ছে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের কোন তৎপরতা দেখা যায় নি। এক দিকে ধীর গতিতে চলছে মহাসড়কের কাজ,অপরদিকে যানবাহনের আগে যাওয়ার প্রতিযোগিতা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন