শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভালো গল্পের সিনেমা নির্মাণ করতে হবে-সোহানুর রহমান সোহান

ডিলান হাসান: | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

একটা সময় সিনেমার আকর্ষণে অনেক প্রযোজক ও লগ্নিকারক সিনেমায় বিনোয়োগ করতে আসতেন। তারা সিনেমাকে ভালবেসে সিনেমা বানাতেন। এক্ষেত্রে বাণিজ্যের চেয়েও ভাল সিনেমা নির্মাণকে তারা প্রাধান্য দিতেন। ভাল সিনেমা হলে দর্শক যেমন বিনোদন পাবেন, তেমনি বাণিজ্যও হবে-এমন মনোভাব তাদের মধ্যে থাকত। কাদের দিয়ে ভাল সিনেমা নির্মাণ সম্ভব তাদের তারা যেমন খুঁজতেন, তেমনি নির্মাতারাও ভাল গল্প ও চিত্রনাট্য তাদের সামনে তুলে ধরে উৎসাহিত করতেন। সে সময়টা আমরা হারিয়ে ফেলেছি। এখন শুধু কিভাবে বাণিজ্য করা যায়, এ ধারাটাকে প্রাধান্য দেয়া হচ্ছে। শট কাট পথ বেছে নেয়া হচ্ছে। এতে গল্পের যেমন ঠিক থাকে না, তেমনি নির্মাণও ভাল হয় না। ফলে দর্শক আকর্ষণ করতে পারছে না। চলচ্চিত্রের দুর্দশার অন্যতম কারণ এটি। কথাগুলো বললেন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। তিনি বলেন, আমাদের চলচ্চিত্রের বহুমুখী সমস্যা। সবচেয়ে বড় সমস্যা সময়ের সাথে তাল মিলাতে না পারা। বেশিরভাগ নির্মাতা গদবাঁধা ছকে সিনেমা নির্মাণ করেন। কয়েকটা গান আর ফাইট প্রাধান্য দিয়ে সিনেমা নির্মাণ করছেন। গান ও ফাইট সিনেমার গল্পের প্রয়োজনে আসে। দেখা যাচ্ছে, গল্পের সাথে সামঞ্জস্য না রেখেই আলাদাভাবে এসব জুড়ে দেয়া হচ্ছে। এর ফলে এগুলোকে দর্শকের কাছে বিচ্ছিন্ন মনে হয়। সবচেয়ে বড় কথা, দর্শক সবসময়ই সিনেমায় একটি ভাল গল্প দেখতে চায়। ভাল গল্প সিনেমার নায়ক-নায়িকা তৈরি করে। দুঃখের বিষয় হচ্ছে, এখন সিনেমা হয়ে পড়ছে নায়ক-নায়িকা নির্ভর। অনেক নির্মাতা মনে করেন, গল্প যেমনই হোক, যারা তারকা তাদের নিয়ে সিনেমা বানাতে পারলেই তা দর্শকপ্রিয়তা পাবে। তারকাদের নিয়ে সিনেমা বানানোতে কারো আপত্তি নেই। তবে তারকাদের যে গল্পে উপস্থাপন করা হবে, তা যদি ভাল না হয়, তাহলে সে সিনেমা ব্যর্থ হতে বাধ্য। তারকাকে তো গল্প এবং তার চরিত্র অনুযায়ী উপস্থাপন করতে হবে। এ কাজটি নির্মাতারা যেমন করছেন না, তেমনি তারকারাও তা করছেন না। সোহান বলেন, এখন প্রযুক্তির যুগ। মানুষ ঘরে বসেই উন্নতমানের সিনেমা দেখছে। সেখানে আমারা যদি সেই আগের ফর্মুলায় সিনেমা নির্মাণ করি, তবে দর্শক তা দেখবে কেন? যেহেতু আমরা প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছি, বড় বাজেটের সীমাবদ্ধতা আছে, তাই আমাদের উচিৎ গল্প নির্ভর সিনেমা নির্মাণ করা। এ ধরনের সিনেমা নির্মাণ করতে বাজেটের চেয়ে একটি ভাল গল্প বেশি প্রয়োজন। অতীতে আমাদের যেসব সিনেমা জনপ্রিয়তা পেয়েছে, সেগুলোর মূল পুঁজিই ছিল গল্প। এখনও দর্শক সেসব সিনেমা উপভোগ করেন। সোহান বলেন, সিনেমার হল সংকট একটি বড় সমস্যা। হলগুলো বন্ধ হলো কেন, এর নেপথ্যে ভাল সিনেমার অভাব রয়েছে। ভাল সিনেমা হলে দর্শক তা দেখতে যাবে, ব্যবসা হবে। ব্যবসা হলে সিনেমা হল বন্ধ হওয়ার কারণ নেই। তবে এটাও সত্য, অনেক সিনেমা হলে পরিবেশ নেই। দর্শক যদি ভাল পরিবেশে সিনেমা দেখতে না পারেন, তবে একটি ভাল সিনেমাও মার খেয়ে যায়। কাজেই, সিনেমার উন্নয়নে যেমন ভাল গল্পের সিনেমা নির্মাণ করতে হবে, তেমনি সিনেমা হলের পরিবেশও সুন্দর করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন