স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (জাবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৪ই মার্চ রোববার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোতাহার হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ৬ই মার্চ থেকে ৯ই মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এছাড়া প্রার্থীতা প্রত্যাহার ১১ই মার্চ থেকে ১২ই মার্চ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ই মার্চ এবং ১৪ই মার্চ অনলাইন মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং অনলাইন মাধ্যমে সংযুক্ত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন ও সহযোগী অধ্যাপক উম্মে সায়কাসহ সাংবাদিক সমিতির সদস্যরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন