মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের হান্দুলিয়া এলাকার একটি লেবু থেকে অজ্ঞাত মধ্যবয়সী এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার দুপুরে সাটুরিয়া মহিষালোহা সড়কের পাশে হান্দুলিয়া এলাকার লেবু ক্ষেতের মধ্যে থেকে পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে লেবু ক্ষেতের মাঝে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
খবর পেয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, মো: হাফিজুর রহমান, মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, পিবিআই এর পুলিশ পরিদর্শক মো: আবু বক্কর সিদ্দীকী, সাটুরিয়া থানা অফিসার ইনচাজ (ওসি) মো: আশরাফুল আলম ও সদর ইউপি চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন পিন্টু ঘটনাস্থল পরিদশন করেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল আলম জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন