বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে জাপা’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল সোমবার দলের পক্ষে এক বার্তায় জাপা চেয়ারম্যান জিএম কাদের এই অভিনন্দন জানান।

জাপা চেয়ারম্যান বলনে, ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা বিশ্বে নানা আয়োজনে নারীর অগ্রযাত্রা সমুন্নত রাখতে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আমরা, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি।

নারীর সাফল্যের ধারাবাহিকতায় বিশ্ব সভায় বাংলাদেশ আরও মর্যাদাপূর্ণ স্থান দখল করবে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তি মিশনসহ সকল স্তরে নারীর সাফল্যময় অংশগ্রহণ দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করছে।

জিএম কাদের বলেন, সাফল্যের সিঁড়িতে নারীর মেধা ও শ্রমের মূল্যায়ন বাড়বে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ আরো বাড়বে। দেশের রাজনীতিতে নারীদের অবস্থান আরও সুসংহত হবে। আমরা আশা করছি, কন্যা শিশু ও বয়োবৃদ্ধা নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন