বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাচতে নাচতে মনোনয়ন পত্র জমা দিতে গেলেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১০:৩৩ এএম

নাচতে নাচতেই মনোনয়ন পত্র জমা দিতে গেলেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়। বাঁকুড়া থেকে একুশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। বুধবার রীতিমতো মিছিল করে বাজনা বাজিয়ে মনোনয়ন পত্র জমা দিতে গেলেন সায়ন্তিকা। স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান অভিনেত্রী। সায়ন্তিকাকে দেখতে রাস্তার দু পাশে নেমেছিল মানুষের ঢল। তাদের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়ে দিতেও দেখা যায় সায়ন্তিকাকে। বাজনার সঙ্গে সঙ্গে নাচও জুড়ে দেন তিনি।

মঙ্গলবার বাঁকুড়ায় এসে পৌঁছান সায়ন্তিকা। নিজের নির্বাচনী বিধানসভা কেন্দ্রে পৌঁছেই প্রথমে স্থানীয় মহামায়া মন্দিরে পুজো দিতে যান সায়ন্তিকা। তারপর বাঁকুড়ার প্রয়াত প্রাক্তন বিধায়ক কাশীনাথ মিশ্রর বাড়িতে যান তিনি। সেখান থেকে বাঁকুড়ার তৃণমূল ভবনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সায়ন্তিকা। প্রার্থী ঘোষনার পর সায়ন্তিকার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় বাঁকুড়ায়। তাঁকে ‘বহিরাগত’ তকমাও দেওয়া হয়। এই প্রসঙ্গে এদিন অভিনেত্রী বলেন, বাংলার মানুষই তাঁকে অভিনেত্রী বানিয়েছেন। বাঁকুড়া কি বাংলার বাইরে।

বাঁকুড়ায় আসতেই সায়ন্তিকাকে দেখতে জড়ো হয় হাজারো মানুষ। এমন জনস্রোত দেখে অভিভূত সায়ন্তিকা। ‘আওয়ারা’ ছবির জনপ্রিয় সংলাপ বলে আপন করে নেন উপস্থিত মানুষদের। এই ছবিতে জিতের জনপ্রিয় সংলাপের আদলে সায়ন্তিকা বলেন, ‘মার গুঁড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা। বিজেপি এখান থেকে তাড়াতাড়ি পাত্তাড়ি গোটা। খেলা হবে।’

প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনার পরেই ক্ষোভ ছড়ায় দলের একাংশের মধ‍্যে। বাঁকুড়া থেকে সায়ন্তিকাকে প্রার্থী করায় রীতিমতো ক্ষুব্ধ হন বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপা। তার অভিযোগ, অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়, প্রশান্ত কিশোর বিশেষভাবে তাকে ডেকে পাঠিয়েছিলেন। তাকে নিশ্চিত করা হয়েছিল।

শম্পার কথায়, “মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এটা ভাবলেন না যে বাঁকুড়াও তার নিজের মেয়েকেই চায়? এই যে বহিরাগত, দুদিন আগে যোগ দিয়ে আজ প্রার্থী হয়েছে। কোনোদিন বন্দে মাতরম বলেনি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেনি, মানুষের সঙ্গে মেশেনি। মানুষের দুঃখ কষ্ট এরা কি বুঝবে?” তবে অবশ‍্য আন্তর্জাতিক নারী দিবসের দিন কলকাতায় মুখ‍্যমন্ত্রীর পদযাত্রায় একসঙ্গে পা মেলাতে দেখা যায় শম্পাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন